সবই তো জানো Lyrics
Sobi To Jano Lyrics
সবই তো জানো Lyrics
সবই তো জানো, সবই তো শোন,
তবু কেন ভেঙ্গে চুড়ে সমান করো না।।
তুমি দেখিয়া না দেখো, চক্ষু বুইজা থাকো।।
কি হবে তোমার প্রেমে অন্তর জ্বালাইয়া,
কি হবে নালিশ করিয়া
হায়গো, কি হবে বিচার চাহিয়া।
তোমারও দুনিয়া, দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুন হইলো জ্বলিয়া পুড়িয়া
কি হবে নালিশ করিয়া
হায়গো, কি হবে বিচার চাহিয়া।।
যেভাবে থাকি, জনম দূঃখী
কারো কাছে কোনদিন-ই কিছু বলবো না৷।
তুমি রাখো কি-বা মারো, যা খুশী করো।।
আমি আর কাঁদিবো না তোমারো লাগিয়া
কি হবে নালিশ করিয়া
হায়গো, কি হবে বিচার চাহিয়া।
তোমারও দুনিয়া, দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুন হইলো জ্বলিয়া পুড়িয়া
কি হবে নালিশ করিয়া
হায়গো, কি হবে বিচার চাহিয়া।
তোমারও দুনিয়া, দেখিয়া শুনিয়া
মনের আগুন দ্বিগুন হইলো জ্বলিয়া পুড়িয়া
কি হবে নালিশ করিয়া
হায়গো, কি হবে বিচার চাহিয়া
হায়গো, কি হবে নালিশ করিয়া
হায়গো, কি হবে বিচার চাহিয়া।।
(১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী চলচ্চিত্রের উল্লেখিত গানের দৃশ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ফরিদা আক্তার ববিতা। এই অসাধারণ গানের গীতিকার আমজাদ হোসেন ও সুরকার আলাউদ্দীন আলী। গানটিতে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন)