ইঁদুর মারা কল রয়েছে লিরিক্স | Indur Mara Kol Royechhe Lyircs

ইঁদুর মারা কল রয়েছে লিরিক্স

Indur Mara Kol Royechhe Lyircs

ইঁদুর মারা কল রয়েছে
Indur Mara Kol Royechhe
কথা: পরিতোষ রায়
সুর: চন্দ্রকান্ত নন্দি
শিল্পী: গোষ্ঠ গোপাল দাস

 

ইঁদুর মারা কল রয়েছে লিরিক্স


ওরে ও কলে কেউ কারেও ফেলে না ধরে
দাদা গো,আপন ইচ্ছায় সব পরে
ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে।।
সে যে এমনি মজার কল
কলে ধরে কত বল।
স্বর্গ-মর্ত্য পাতাল আদি
দেয় গো রসাতল।
সেথায় লোভী কামী কলে পড়ে
প্রান হারায় উঠেনা রে
ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে।।
সে কলের এমনি যোজনা
ব্রহ্মা তার সন্ধান জানেনা আ আ
শিব জানে কি না জানে ভাই
বলতে পারিনা।
আবার শিব না জানে যে সব তত্ত্ব,ওরে ও
আবার শিব না জানে যে সব তত্ত্ব
জীবে জানবে কি করে?
ইঁদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে।।
সে কলের নাম নতমুখী
ওগো তার তত্ত্ব বলবো কি
সেই কলেতে পড়ে আমি আজন্ম দুঃখী
আমার ভজন সাধন সব হারালাম।।
ওই চাপা কলে পরে।
ইঁদুর মারা কল রয়েছ জগৎ মাঝারে।।।

 

Indur Mara Kol Royechhe Lyircs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *