কথা: খোশনূর আলমগীর
সুর ও সংগীত: আবু তাহের
শিল্পী: এন্ড্রু কিশোর
ছায়াছবি: ক্ষতিপূরণ (১৯৮৯)
————————————–
রাতের আঁধার সাথী করে
দুরাশার পৃথিবীতে
শুন্য হৃদয় যায় জ্বলে
শুধু তুমি কাছে নেই বলে) ii
(তুমি ছিলে আশা
দিয়ে ছিলে ভালোবাসা
ওপারের ডাকে
ভেঙ্গে গেল সুখেরই বাসা) ii
এই স্মৃতির আগুন বুকে জ্বলে
শুধু তুমি কাছে নেই বলে
(চলে যাবে যদি
কাছে কেন এসেছিলে
প্রণয়ের সুরে
দুটি প্রাণ বেঁধেছিলে) ii
এই সুর কাঁদে পলে পলে
শুধু তুমি কাছে নেই বলে