আমি তো মাখন খাইনি মা জননী
Ami To Makhon Khaini Maa Janoni
কণ্ঠ: অনুপ জালোটা
মা জননী মা জননী মা জননী
ভোর হলো ভোর হলো
ভোর হলো যে এই গরু চরাতে
তুমি মধুবনে দিলে পাঠিয়ে
সাঁঝবেলায় এই ঘরে ফিরলাম
[সারাদিন গোঠে কাটিয়ে]-২
বলোনা কখন মাখন খাবো?
বলোনা কী করে সময় পাবো?
তুমি তো বলো আমায় কানু যে ছোট
[ছোট ছোট ছোট ছোট]-২
তুমি তো বলো আমায় কানু যে ছোট
আড়াতে তুলে রাখা মাখন এই
মাগো বলো বলোনা বলোনা
বলোনা কী করে হাল পাবো?
[মামণি না না আমি মাখন খাইনি]-২
ওরা চুরি করে নিল যে খেয়ে
গায়েতে আমায় দিলো যে মাখিয়ে
চাইলে যখনি মাখন দেবে তুমি
বলো কেন চুরি করে খাবো?
[মামণি না না আমি মাখন খাইনি]-২
ও আমার মামণি,সোনা সোনামণি
রাঙা রাঙা রাঙা,চূড়া আমার মণি
[(মা) ভালো কত ভালো ও মাগো তুমি]-২
[কত ভালবাসো তুমি যে আমায়]-২
দুঃখ দিতে পারি আমি কি তোমায়?
[সত্যি বলছি আমি খাইনি মামণি]-২
সত্যি বলছি আমি খাইনি!
[খেয়েছিস (না খাইনি)
হ্যাঁ খেয়েছিস (খাইনি)
খেয়েছিস,খেয়েছিস,খেয়েছিস]
মামণি,মামণি বুঝেছি তোমার মণি
ঋণ আছি মামণি
পরের ছেলে আমি তাই বকো তুমি
(কানু)
এই নাও তবে ক্রীতদাস বও
(না কানাই না)
নাও খুলে নাও পায়ের নূপুর
(ওরে নারে না)
নিয়ে নাও তুমি
শিখিপাখা খামি মা মা মামণি
[বলছি তো মাখন খাইনি মামণি]-২
[কানু এলো এই কোলে যশোদা কেঁদে বলে]-২
এহেন রতন কোথায় পাবো,ওরে আয়
তোকে এই মাখন খাওয়াবো
এহেন রতন কোথায় আমি পাবো
ওরে আয়,তোকে মাখন খাওয়াবো।
(খাবো না খাবো না খাবো না)
কানাই রে ও কানাই মাখন না খেলে তুই
কেঁদে কেঁদে আমি মরে যাবো
আয়রে আয় তোকে মাখন খাওয়াবো
আয় আয় তোকে মাখন খাওয়াবো।