এখন তো সময় ভালোবাসার
Ekhon To Somoy Bhalobasar
শিরোনামঃ এখন তো সময় ভালোবাসার
কন্ঠঃ রুনা লায়লা / আগুন
কথাঃ মনিরুজ্জামান মনির
সঙ্গীতায়োজনঃ আলম খান
মুভিঃ কেয়ামত থেকে কেয়ামত
এখন তো সময় ভালোবাসার
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো,
ও প্রিয় ও প্রিয়
পেয়েছি তোমাকে এতদিনে
যেও না সরে গো অভিমানে
আমি তোমারি ও বুকে নাও টেনে
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়
কী ছোঁয়া আমাকে দিলে তুমি,
রাত দিন তোমাকে ভাবি আমি
কেন বোঝ না প্রেমেরও পাগলামী
এখন তো সময় ভালোবাসার,
এ দুটি হৃদয় কাছে আসার,
তুমি যে একা আমিও যে একা,
লাগে যে ভালো
ও প্রিয় ও প্রিয়