Rupnogor Phulkumari Lyrics | রূপনগর ফুলকুমারী

Rupnogor Phulkumari Lyrics
রূপনগর ফুলকুমারী
রূপনগর
ফুলকুমারী,
স্বর-ব্যঞ্জনে মালা গেঁথে…
বেঁধেছি এ গান ।
কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
এই গানটা দিলাম তোকে-
আগলে রাখিস্ বুকে …
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান ।।
এই দিনটা দিলাম তোকে –
উদয় থেকে অস্ত…
বন্ধু আমার স্বপ্ন গুলো –
পাহাড় সমান মস্ত ।
রাতটা পাগলি তোর –
সন্ধ্যা থেকে ভোর…
মিছিমিছি কানামাছি
অকারণ অভিমান ।।
…কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান ।।
গান একটা ভাষা…যেমন,
ছোট্ট পাখির বাসা ।
ডানার তলে লুকিয়ে রাখে-
অবাক ভালোবাসা ।
গানটা তুই আর আমি-
জানে অন্তর্যামী …
সোনার কাঠি রূপার কাঠি-
মেলাই প্রাণে প্রাণ ।।
…কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান ।।
গানটা গীতল চিঠি…যেমন,
নকশী শীতলপাটি ।
ঝরা সময়ে অবুঝ আমি-
সবুজ মাঠে হাঁটি ।
গানের ঘোরে নেশা-
সাপলুডু আর পাশা …
হারি আর জিতি-ভয় নেই !
খেলবো শেষ দান ।।
…কথার ভাঁজে ঘুমিয়ে আছে –
জমিন আর আসমান ।
হাওয়ায় হাওয়ায় – দমে দমে টান…~*
ইতি,
ফুলকুমার
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *