Gere Gangero Khepa Lyrics | গেরে গাঙেরও ক্ষ্যাপা

Gere Gangero Khepa Lyrics
গেরে গাঙেরও ক্ষ্যাপা
LalonGiti
মহাত্মা লালন সাঁই

Gere Gangero Khepa Lyrics

গেরে গাঙেরও ক্ষ্যাপা
হাপুর হুপুড় ডুব পারিলি
এবার মজা যাবে বোঝা
কার্তিকেরও লানের কালে
ভাই ছলা দেয় ঘড়িঘড়ি
ডুব পারিস গা তাড়াতাড়ি
প্রবল হলে কফের নাড়ী
তাই হানা দেয় জীবন মূলে
কুৎবি যখন কফের জ্বালায়
তাবিজ তাগা বাধবি গলায়
তাতে কি আর হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হইলে
শান্ত হ রে ওমন ভোলা
ক্ষান্ত দে তুই ঝাপোই খেলা
লালন কয় গেল বেলা
দেখ না এবার চক্ষু মেলে//
— মহাত্মা লালন সাঁই

Gere Gangero Khepa Lyrics in Bangla

গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
হাপুর হুপুর ডুব পাড়িলে।
এবার মজা যাবে বোঝা
কার্তিকের উলানির কালে।।
কুতবি যখন কফের জ্বালায়
তাবিজ তাগা বাঁধবি গলায়।
তাতে কি রোগ হবে ভালাই
মস্তকের জল শুষ্ক হলে।।
বাইচালা দেয় ঘড়ি ঘড়ি
ডুব পারিস কেন তাড়াতাড়ি।
প্রবল হবে কফের নাড়ি
যাতে হানি জীবনমূলে।।
ক্ষান্ত দে রে ঝাঁপই খেলা
শান্ত হরে ও মনভোলা।
লালন কয় আছে বেলা
দেখলি নারে চক্ষু মেলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *