আমি চিরতরে দূরে চলে যাব | Ami Chirotore Dure Chole Jabo | নজরুল সঙ্গীত

শিরোনামঃ আমি চিরতরে দুরে চলে যাব
Ami Chirotore Dure Chole Jabo
শিল্পী: ফেরদৌস আরা
নজরুল সঙ্গীত

আমি চিরতরে দুরে চলে যাব
তবু আমারে দেব না ভুলিতে।
আমি বাতাস হইয়া জরাইব কেশে ,
বেণী যাবে যবে খুলিতে,
তবু আমারে দেবনা ভুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন
তোমার বহ্মে ঝুরিতে,
তবু আমারে দেবনা ভুলিতে ।।
আসিবে তোমার পরমোৎসবে
কত প্রিয় জন কে জানে,
মনে পড়ে যাবো কোন সে ভিখারি
পায়নি ভিহ্মা এখানে,
তোমার কুঞ্জ পথে যেতে হায়
চমকি থামিয়া যাবে বেদনায়,
দেখিবে কে যেন মরে মিশে আছে
তোমার পথের ধুলিতে ।
আমি চিরতরে দুরে চলে যাব
তবু আমারে দেবনা ভুলিতে,
আমি বাতাস হইয়া জরাইব কেশে
বেণী যাবে যবে খুলিতে,
তবু আমারে দেবনা ভুলিতে ।।
আমি চিরতরে দূরে চলে যাব

Check Also

ওগো বৈশাখী ঝড় Lyrics | Ogo Boishakhi Jhor Lyrics

ওগো বৈশাখী ঝড় Lyrics Ogo Boishakhi Jhor Lyrics নজরুলের বৈশাখী গান ০৩   ওগো বৈশাখী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *