হৃদি বৃন্দাবনে বাস | Hridi Brindabone Baas | অনুপ জালোটা

হৃদি বৃন্দাবনে বাস
Hridi Brindabone Baas
জয়জয়ন্তী-ঝাঁপতাল
কথা: দাশরথি রায়
শিল্পী: অনুপ জালোটা
[হৃদি-বৃন্দাবনে বাস]-২
যদি কর কমলাপতি,
ওহে ভক্তিপ্রিয় আমার
ভক্তি হবে রাধাসতী
[হৃদি-বৃন্দাবনে বাস]-২
[মুক্তি কামনা আমারি,
হবে বৃন্দে গোপনারী
দেহ হবে নন্দের পুরী,
স্নেহ হবে মা যশোমতী]-২
আমার পাপভার গোবর্ধন,
ধর ধর জনার্দন
কামাদি ছয় কংসচরে
ধ্বংস কর সম্প্রতি।
[হৃদি-বৃন্দাবনে বাস]-৪
[বাজায়ে কৃপা বাঁশরি,
মন-ধেনুকে বশ করি]-২
তিষ্ঠ হৃদি-গোষ্ঠে
পুরাও ইষ্ট এই মিনতি;
[প্রেমরূপ যমুনাকূলে,
আশা বংশী বটমূলে]-২
স্বদাস ভেবে সদয়ভাবে,
সতত কর বসতি।
[হৃদি-বৃন্দাবনে বাস]-২
[যদি বল রাখাল প্রেমে
বন্দী থাকি ব্রজধামে]-২
জ্ঞানহীন রাখাল তোমার,
দাস হবে হে দাশরথি
[হৃদি-বৃন্দাবনে বাস]-২
যদি কর কমলাপতি,
ওহে ভক্তিপ্রিয় আমার
ভক্তি হবে রাধাসতী
[হৃদি-বৃন্দাবনে বাস]-৪
হৃদি বৃন্দাবনে বাস | Hridi Brindabone Baas

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *