সুখ পাখিটা গেছে মারা – Sukh pakhita geche mara

সুখ পাখিটা গেছে মারা

Sukh pakhita geche mara

কথা ও সুর: মাতাল রাজ্জাক

 সুখ পাখিটা গেছে মারা

একটা তীরের আঘাত খাইয়াগো
আমি আজো কান্দি পাখিটার লাগিয়া।।
আমি কলংকিনি হইলাম সোনাবন্ধুয়ার লাগিয়া
তবুও তার মন পাইলামনা জাতিকুলমান দিয়াগো
আমি আজো কান্দি পাখিটার লাগিয়া।।
দুইদিনের পিরিত নয়লো যাবো ছাপাইয়া
আমার এতোদিনে ভালোবাসা কেমনে যাই ভুলিয়াগো
আমি আজো কান্দি পাখিটার লাগিয়া।।
পরদেশি বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া
সে যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়াগো
আমি কান্দি পাখিটার লাগিয়া।।
কাজল কান্দে এতো গান গাইলাম যার লাগিয়া
মাতাল রাজজাক বিনে বিদায় নেবো আমি যার গান তারে দিয়াগো
আমি আজো কান্দি পাখিটার লাাগিয়া।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *