মানুষ হইয়া মানুষ ভজঘটে ঘটে নিরঞ্জন,আত্মজ্ঞান না হইলে,হবেনা সাধন।।
যামিনী গীতি
শিল্পী-ফরিদা পারভিন
মানুষ হইয়া মানুষ ভজ
ঘটে ঘটে নিরঞ্জন,
আত্মজ্ঞান না হইলে,
হবেনা সাধন।।
আত্মীয়তা কঠিন ব্যাপার,
সাধুর সঙ্গ আছে যার,
আত্মায় আত্মায় না মিশিলে,
কিসের সাধন ভজন তার।।
সত্যের সনে উপাসনা
কাজে নাই উপবেশন
আত্মজ্ঞান না হইলে
হবেনা সাধন।
সর্ব জীবে সম দয়া,
প্রতিহিংসা যার মন,
হিংসা করলে হিংস্র জন্তু,
করিবে জীবন ধারন।।
ভালবাসায় সকল আশা
বিয়োগেতে হয় পূরণ।
আত্মজ্ঞান না হইলে
হবেনা সাধন।
ষোল কলা নিয়ে ভাবো,
শতদল পদ্মের নিচে,
মনের জোরে যা কর মন,
সবি তোমার হয় মিছে।।
যামিনীর সব কি আছে ?
সর্বহারা অভাজন।
আত্মজ্ঞান না হইলে
হবেনা সাধন।
মানুষ হইয়া মানুষ ভজ,
ঘটে ঘটে নিরঞ্জন,
আত্মজ্ঞান না হইলে,
হবেনা সাধন।।
আত্মজ্ঞান না হইলে,
হবেনা সাধন।।