না দেখে আজাজিল সে রূপ | Na Dekhe Ajajil Se Rup | Key Lyrics

না দেখে আজাজিল সে রূপ

Na Dekhe Ajajil Se Rup 

ফকির লালন সাঁই

না দেখে আজাজিল সে রূপ

কি রূপ আদম গঠলেন সেথা।

জানতে হয় আদম সফির আদ্যকথা।।

আনিয়ে জেদ্দার মাটি

গঠলেন বোরখা পরিপাটি

মিথ্যা নয় সে কথা খাঁটি

কোন চিজে তার গড়ে আত্মা।।

সেই যে আদমের ধড়ে

অনন্ত কুঠরি গড়ে

মাঝখানে হাত নে কল জুড়ে

কীর্তিকর্মা বসলেন সেথা।।

আদমি হলে আদম চিনে

ঠিক নামায় সে দেল কোরানে

লালন কয় সিরাজ সাঁইর গুণে

আদম অধর ধরার সূতা।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *