না দেখে আজাজিল সে রূপ
Na Dekhe Ajajil Se Rup
ফকির লালন সাঁই
না দেখে আজাজিল সে রূপ
কি রূপ আদম গঠলেন সেথা।
জানতে হয় আদম সফির আদ্যকথা।।
আনিয়ে জেদ্দার মাটি
গঠলেন বোরখা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন চিজে তার গড়ে আত্মা।।
সেই যে আদমের ধড়ে
অনন্ত কুঠরি গড়ে
মাঝখানে হাত নে কল জুড়ে
কীর্তিকর্মা বসলেন সেথা।।
আদমি হলে আদম চিনে
ঠিক নামায় সে দেল কোরানে
লালন কয় সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরার সূতা।।