ওরে সাধুর সঙ্গ না করিলে,সাধু হওয়া যাবে না
(কথা-যামিনী রায়
শিল্পী-ফরিদা পারভিন)
শিল্পী-ফরিদা পারভিন)
ওরে সাধুর সঙ্গ না করিলে,
সাধু হওয়া যাবেনা,
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া,
চোখ থুইয়া কানা,
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া,
চোখ থুইয়া কানা।।
সাধু হওয়া যাবেনা,
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া,
চোখ থুইয়া কানা,
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া,
চোখ থুইয়া কানা।।
কাঞ্চন লইয়া কানা হইলে,
চোখের কাছে মানিক জ্বলে রে।।
চোখের কাছে মানিক জ্বলে রে।।
ওরে কামিণী পাইয়া ভুলে গেলে
তোমার ভাগ্যে হলনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
তোমার ভাগ্যে হলনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
যে ধনে হয় ধনের ধনী,
মণি রে না মানে মণি রে।।
ওরে সঙ্গে ছেঁড়া কাঁথাখানি,
সঙ্গের সাথী পাইলে না।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
মণি রে না মানে মণি রে।।
ওরে সঙ্গে ছেঁড়া কাঁথাখানি,
সঙ্গের সাথী পাইলে না।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
যে ধন পাইয়া হারাইলে,
সে ধন কি সহজে মিলে রে।।
সে ধন কি সহজে মিলে রে।।
ওরে যামিনী পাগলে বলে
পাইয়া গেলে ভবের যাতনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে সাধুর সঙ্গ না করিলে
সাধু হওয়া যাবেনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে সাধুর সঙ্গ না করিলে
সাধু হওয়া যাবেনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
পাইয়া গেলে ভবের যাতনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে সাধুর সঙ্গ না করিলে
সাধু হওয়া যাবেনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে সাধুর সঙ্গ না করিলে
সাধু হওয়া যাবেনা।
কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।
ওরে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া
চোখ থুইয়া কানা।