এমন হয় না কেন গো | Emon Hoy Na Keno Go Lyrics

এমন হয় না কেন গো
Emon Hoy Na Keno Go
অ্যালবাম: শুরু হোক পথ চলা (১৯৬৮)
কথা: পুলক ব্যানার্জী
সুর: অজয় দাস
কণ্ঠ: পিন্টু ভট্টাচার্য
এমন হয় না কেন গো
[চিরসুখের দেশ এই পৃথিবী]-২
কোন ছলনাই বাঁচেনা কোথাও
শুধু ভালোবাসাই চিরজীবী
এমন হয়না কেন গো।
[সুন্দর হয় যার অন্তর
পৃথিবীতে সেই হয় বেশি সুন্দর]-২
পরের স্বার্থ নিয়ে সকলেই হয় বেহিসাবি
এমন হয়না কেন গো।
প্রেয়সীর চোখ ছুঁয়ে
প্রেমিকের অপরূপ দৃষ্টি
ক্ষণিক নরক নয়
চিরস্বর্গের করে সৃষ্টি
প্রেয়সীর চোখ ছুঁয়ে
প্রেমিকের অপরূপ দৃষ্টি
সব নিয়ে মন যত ভরে যায়
সব দিয়ে সে যে আরো বেশি পায়
সহজ সত্য হয় স্বপ্নের আঁকা যত ছবি
এমন হয়না কেন গো
[চিরসুখের দেশ এই পৃথিবী]-২
কোন ছলনাই বাঁচেনা কোথাও
শুধু ভালোবাসাই চিরজীবী
এমন হয়না কেন গো।

Check Also

তোমার চুল বাঁধা দেখতে দেখতে | Tomar Chul Badha Dekhte Dekhte

তোমার চুল বাঁধা দেখতে দেখতে Tomar Chul Badha Dekhte Dekhte কথা: পুলক বন্দ্যোপাধ্যায় সুর: জগজিৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *