এবার পূজোয় চাই আমায় বেনারসি শাড়িরে – Ebar Pujoy Chai Amar | Key Lyrics

এবার পূজোয় চাই আমায়
বেনারসি শাড়িরে (১৯৮৯)
Ebar Pujoy Chai Amar
কথা: শ্যামল সেনগুপ্ত
সুর: বাবুল বোস
শিল্পী: অলকা ইয়াগনিক
এবার পুজোয় চাই আমার
বেনারসি শাড়িরে-
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেব গলায় দড়ি রে
নাকছাবি আর ঝুমকো লতা
এবার আমায় চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেবো গলায় দড়িরে
এবার পুজোয় চাই আমার
বেনারসি শাড়িরে-
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেব গলায় দড়ি রে
গেল বছর পূজার আগে
বাবার বাড়ি দিয়ে এলি,
পূজো যখন হয়ে গেল
অমনি আমায় নিতে গেলি(২)
বাপের বাড়ি এবার যাবোনা,
গেলে ফিরে আর আসবোনা
একা একা থাকার তখন
বুঝবি কত জ্বালারে
এবার পুজোয় চাই আমার
বেনারসি শাড়িরে-
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেব গলায় দড়ি রে
পাবে কোথায় এত টাকা
কার কাছে পাতবি হাত,
মিথ্যা কথা সাজিয়ে বলে
করিছ রে তুই বাজিমাত(২)
মিষ্টি কথা আর ভুলবো না
কোন ছুতা যে তোর শুনবো না
ধোঁকা দিলে পাবিরে তুই
ধোঁকা দেওয়ার খেলারে
এবার পুজোয় চাই আমার
বেনারসি শাড়িরে-
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেব গলায় দড়ি রে
ভালো মানুষ পেয়ে আমায়
সারা জীবন ঠকিয়ে যাবি
এমন যদি ভেবে থাকিছ,
তুই হারাবি সুখের চাবি(২)
ভবী এবার জানিস্ ভুলবেনা
জ্বালা কি যে তোর চলবেনা
কত ধানে হয় কত চাল,
এবার যেটা দেখবি রে
এবার পুজোয় চাই আমার
বেনারসি শাড়িরে-
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেব গলায় দড়ি রে
নাকছাবি আর ঝুমকো লতা
এবার আমায় চাইরে
নইলে যে তোর সঙ্গ ছেড়ে
দেবো গলায় দড়িরে(২)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *