মাঝি বাইয়া যাও রে | Majhi baiya jau re | Key Lyrics

মাঝি বাইয়া যাও রে

Majhi Baiya jau re
শিল্পীঃ আব্বাস উদ্দিন আহমেদ


মাঝি বাইয়া যাও রে।
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে।।
ভেন্না কাষ্ঠের নৌকা খানি।
মাঝখানে তার বুরা
(নৌকার) আগার থাইকা পাছায় গেলে।
গলুই যাবে খইয়া রে।।
দীক্ষা শিক্ষা না হইতে
আগে করছো বিয়া।
(তুমি) বিনে খতে গোলাম হইলে
গাইটের টাকা দিয়া রে।।
বিদেশে বিপাকে যারও
বেটা মারা যায়।
পাড়া-পরশি না জানিয়ে
জানে তারও মা’য়ও রে।।

Check Also

a logo for keylyrics.com

কি অপরাধ পাইয়ারে বন্ধু Lyrics | Ki Oporadh Paiyare Bondhu Lyrics

কি অপরাধ পাইয়ারে বন্ধু Lyrics Ki Oporadh Paiyare Bondhu Lyrics   কি অপরাধ পাইয়ারে বন্ধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *