Shoya chan pakhi Amar Lyrics
শুয়া চান পাখি আমার
Song by Bari Siddiqui
উকিল মুন্সি
Shoya chan pakhi Amar Lyrics
শুয়া চান পাখি আমার
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি
আজি কেন হইলে নীরব মেল দুটি আঁখি রে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি
বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি
তোমার আমার এই পিরীতি চন্দ্র সূর্য্য সাক্ষী
হঠাৎ করে চলে গেলে বুঝলামনা চালাকি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি
শুয়া চান পাখি আমার
শুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকিতুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি
তুমি-আমি জনম ভরা ছিলাম মাখামাখি আজি কেন হইলে নীরব, মেলো দু’টি আঁখি রে পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকিবুলবুলি আর তোতা, ময়না, কত নামে ডাকি
তোরে কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকিতোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী
তোমার-আমার এই পিরিতি চন্দ্র-সূর্য সাক্ষী হঠাৎ করে চলে গেলে, বুঝলাম না চালাকি রে পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকিশুয়া চাঁন পাখি
আমার শুয়া চাঁন পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকিশুয়া চান পাখি গানের করুন ইতিহাস
এই গানের একটা করুন ইতিহাস আছে ৷ অনেকেই এইটা জানে না ৷
এইটা আসলে “শোয়া চান পাখি”, মানে যে পাখি শুয়া আছে ৷
উকিল মুন্সীর স্ত্রী অসুস্থ ৷ অসুস্থ বৌ ঘরে রাইখাই দূরের গ্রামে গান করতে গেছেন ৷ গানের অনুষ্ঠান চলাকালীন খবর আইলো উনার স্ত্রী মারা গেছেন ৷ দূরের পথ, ফিরতে ফিরতে কয়েকদিন লাগলো ৷ ততদিনে কবর দেয়া হয়া গেছে ৷ গুরু উকিল মুন্সী বাড়ি ফিরা কবরের সামনে বৈসা পড়লেন ৷ সেইখানে বৈসাই গানটা লিখলেন,
আগের যুগে অল্প বয়সেই মেয়েছেলের বিয়া হয়া যাইতো ৷ একটা মানুষ যে তার প্রায় সারাটা জীবন আরেকটা মানুষের প্রেমে কাছাকাছি বসবাস করছে, সে মরলে ক্যামন কষ্ট হয় সেইটা শুধুমাত্র যার মনের মানুষ মরছে সেই জানে ৷ মনের মানুষ হারায়া গুরু কবরের সামনে বৈসাই গানটা লিখলো, আইজো এই গান মানুষ শুনে ৷ কিন্তু এর পিছনের কাহিনী জানে না! এই গানটি যার কন্ঠে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেল তিনি আজ ওপারে পাড়ি দিলেন! তার বিদেহী আত্নার প্রতি শ্রদ্ধা!