Sei Rail Liner Dhare Lyrics | সেই রেল লাইনের ধারে

Sei Rail Liner Dhare Lyrics
সেই রেল লাইনের ধারে
মোহাম্মদ রফিকুজ্জামান
আহমেদ ইমতিয়াজ বুলবুল
সাবিনা ইয়াসমিন

Sei Rail Liner Dhare Lyrics

সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছেনা আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে
শুধু শূণ্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।
দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূণ্য হৃদয়ে তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার
খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে,ঘরে ফিরবে
কবে ফিরবে,নাকি ফিরবে না ।

 

Sei Rail Liner Dhare Lyrics | সেই রেল লাইনের ধারে

‘সেই রেললাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে’ ১৯৮৫ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত। বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত এই সঙ্গীত বা গানের গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কন্ঠে দেন সাবিনা ইয়াসমিন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাওয়া সন্তানের জন্য প্রতীক্ষারত এক মায়ের আকুতি এই গানের মূল উপজীব্য।

পটভূমি
গীতিকার রফিকুজ্জামানের ছোট ভাই আসাদ(আসাদুজ্জামান) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাওয়ার আগে তার মাকে বলে গিয়েছিলেন। আসাদ যুদ্ধে শহিদ হন, কিন্তু তার মা এটা জানতেন না। যশোরের খড়কিতে গীতিকার রফিকুজ্জামানের বাড়ীর পাশে রেললাইন রয়েছে। সেই রেললাইনের পাশে মেঠোপথ ধরে আসাদ যুদ্ধে চলে গিয়েছিলেন। রফিকুজ্জামানের মা প্রায়শই এই কথা বলে আসাদের স্মৃতিচারণ করতেন।মোহাম্মদ রফিকুজ্জামান তার বাস্তব জীবনের প্রেক্ষাপটে এই গীতি রচনা করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে নিয়ে তিনি এইগানের গীতি রচনা করেছিলেন। প্রথমবার এইগানের প্রেক্ষাপট শুনে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আবেগতাড়িত হয়ে পরেছিলেন।

সঙ্গীত ধারণ
বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব শব্দ ও সঙ্গীত ধারণের স্টুডিও থাকলেও সাবিনা ইয়াসমিন ও আহমেদ ইমতিয়াজ বুলবুল যৌথ প্রয়াসে সৃষ্ঠ দেশাত্মবোধক গান গুলি কাকরাইলের ইপসা রেকর্ডিং স্টুডিওতে ধারণ করা হতো। ‘সেই রেললাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে’ গানটি ঐ স্টুডিওতে রেকর্ড করা গান গুলির মধ্যে অন্যতম।

প্রকাশ ও পুনরুৎপাদন
১৯৮৫ সালে বাংলাদেশে টেলিভিশনের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠানে এই গানটি প্রথম প্রচার করা হয়। সাবিনা ইয়াসমিন নিজ উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনের জন্য গাওয়া দেশাত্মবোধক গান গুলি সংরক্ষণ ও পুনঃউৎপাদন করেন এবং সাউন্ডটেক-এর ব্যানারে ‘সব ক’টা জানালা খুলে দাও না’ শিরোনামীয় এ্যালবামে এই গান প্রকাশ করেন। ৩ মে, ২০১৬ তারিখে সাউন্ডটেক তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই অ্যালবামটি অবমুক্ত করে।

জনসংস্কৃতিতে প্রভাব
এই গানটি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা অন্যতম জনপ্রিয় গান। সাবিনা ইয়াসমিন এইগান অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করেছেন। সম্প্রচার টেলিভিশনের যুগে এই গানটি অনেক সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত পরিবেশন করা হয়েছে। নবীন শিল্পীরা এইগান নতুন করে বহুবার পরিবেশন করেছেন।

Sei Rail Liner Dhare Lyrics in English

Standing on the side of the railway line
A middle-aged woman is still outstretched
The boy will return, return home
When will he return, or will he not return?
His rain has dried up from sight
He did not wipe the tears and secretly hide his face
Just looking at the void as if beyond the limit of the sky
The boy will return, return home
When will he return, or will he not return?
The slave boy went to that war and never came back
Even now, in his empty heart, he groans
The child will come, will come home as if beyond the limit of death
The boy will return, return home
When will he return, or will he not return?

 

Sei Rail Liner Dhare Lyrics in English

 

Sē’i rēla lā’inēra dhārē mēṭhō pathaṭāra pāṛē dāṛiẏē ēka madhyabaẏasī nārī ēkhanō raẏēchē hāta bāṛiẏē khōkā phirabē,gharē phirabē kabē phirabē,nāki phirabē nā. Dr̥ṣṭi thēkē tāra br̥ṣṭi gēchē kabē śukiẏē sē tō aśru muchēnā āra gōpanē ām̐calē mukha lukiẏē śudhu śūṇyē cēẏē thākē yēna ākāśēra sīmā chāṛiẏē khōkā phirabē,gharē phirabē kabē phirabē,nāki phirabē nā. Dasyi chēlē sē’i yud’dhē gēla phiralō nā āra ājō śūṇya hr̥daẏē tāra gumaṛē gumaṛē yāẏa hāhākāra khōkā āsabē,gharē āsabē yēna maraṇēra sīmā chāṛiẏē khōkā phirabē,gharē phirabē kabē phirabē,nāki phirabē nā.
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *