Cheyona Sunayana Lyrics | চেয়োনা সুনয়না Nazrul Sangeet

Cheyona Sunayana Lyrics
চেয়োনা সুনয়না
Cheyona Sunayana
Artiste: Sharmin Shathi Islam
Lyricist: Kazi Nazrul Islam
Composer: Kazi Nazrul Islam
Genre: Nazrul Sangeet
Collection: Bulbul
Sub-genre: Raag-prodhan
Anga: Gazal
Raag: Bageshree-Pilu
Taal: Keherwa

Cheyona Sunayana Lyrics

চেয়োনা সুনয়না আর চেয়োনা এ নয়ন পানে
জানিতে নাহিকো বাকি সই ও আঁখি কি যাদু জানে
একে ওই চাওনি বাঁকা সুরমা আঁকা তায় ডাগর আঁখি
বধিতে তায় কেন সাধ যে মরেছে ওই আঁখির বাণে
কাননে হরিণ কাঁদে সলিল ফাঁদে ঝুড়ছে সফরি
বাকায়ে ভুরুর ধনু ফুল অতনু কুসুম সরহানে
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেয়ালী
নিশিদিন তাই কি জ্বলি পরছো গলি অঝোড় নয়নে
মিছে তুই কথার কাঁটায় সুর বিঁধে হায় হার গাঁথিস কবি
বিকিয়ে যায় রে মালা আয় নিরালা আঁখির দোকানে//
– কাজী নজরুল ইসলাম

Cheyona Sunayana Lyrics in Bangla

চেয়ো না সুনয়না আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি, সই ও আঁখি কি যাদু জানে।।
একে ঐ চাউনি বাঁকা সুর্মা আঁকা তা’য় ডাগর আঁখি রে
বধিতে তা’য় কেন সাধ? যে মরেছে ঐ নয়ন বাণে।
মরেছে ঐ আঁখির বাণে।।
চকোর কি প’ড়ল ধরা পীযূষ ভরা ঐ মুখ-চাঁদে (রে),
কাঁদিছে নার্গিসের ফুল লাল কপোলের কমল-বাগানে।
জ্বলিছে দিবস রাতি মোমের বাতি রূপের দেওয়ালি (রে),
নিশিদিন তাই কি জ্বলি’ পড়ছ গলি’ অঝোর নয়ানে।
মিছে তুই কথার কাঁটায় সুর বিঁধে হায় হার গাঁথিস কবি (রে)।
বিকিয়ে যায় রে মালা এই নিরালা আঁখির দোকানে।।

রাগঃ রাগেশ্রী-পিলু

তালঃ কাহার্‌বা

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *