Bolte Paroni Tobu Lyrics | বলতে পারোনি তবু

Bolte Paroni Tobu Lyrics
বলতে পারোনি তবু
Ziaul Faruq Apurba
বলতে পারোনি তবু
দেখেছি প্রেম দুচোখেই
জানি আদরে দিচ্ছো ডুব
নিয়ে তুমি আমাকেই।
শোনও আজ এখনই এই ক্ষণে
যা রয়েছে বলার এ মনে…
তুমি আকাশ হয়ে যাও,
আমি থাকি পাহারায়
তুমি ঘুম হয়ে দুচোখে দেখা
স্বপ্ন রাতের তারায়।।
বলো যদি ভেসে যাওয়া মেঘ
আনবো ডেকে চাইলে আবার
অথবা কোনও পুরোটা বিকেল
সাজাবো তোমার চোখে হারাবার।
থাকি আমি তোমারই ছায়াপথে
থেকে বহুদূর খুব কাছেই
চিন্তারা ভালোবেসে খোঁজে সুর যখন
পেয়ে যায় তখন তোমাকেই।

Bolte Paroni Tobu Lyrics in English

Can’t say though
বলতে পারোনি তবু

I saw love in both eyes
দেখেছি প্রেম দু’চোখেই

I know you love it
জানি আদরে দিচ্ছো ডুব

you are me
নিয়ে তুমি আমাকেই
Listen today, right now
শোনো আজ এখনই এ ক্ষণে

What is in the mind to say
যা রয়েছে বলার এ মনে
you become the sky
তুমি আকাশ হয়ে যাও

I am on guard
আমি থাকি পাহারায়

You sleep and see each other
তুমি ঘুম হয়ে দু’চোখে দেখা

Dream in the night star
স্বপ্ন রাতের তারায়
you become the sky
তুমি আকাশ হয়ে যাও

I am on guard
আমি থাকি পাহারায়

You sleep and see each other
তুমি ঘুম হয়ে দু’চোখে দেখা

Dream in the night star
স্বপ্ন রাতের তারায়
Tell me if the drifting cloud
বলো যদি ভেসে যাওয়া মেঘ

I will call again if you want
আনবো ডেকে চাইলে আবার

Or an entire afternoon
অথবা কোনো পুরোটা বিকেল

I will decorate your eyes
সাজাবো তোমার চোখে পারাবার
Listen today, right now
শোনো আজ এখনই এ ক্ষণে

What is in the mind to say
যা রয়েছে বলার এ মনে
you become the sky
তুমি আকাশ হয়ে যাও

I am on guard
আমি থাকি পাহারায়

You sleep and see each other
তুমি ঘুম হয়ে দু’চোখে দেখা

Dream in the night star
স্বপ্ন রাতের তারায়
you become the sky
তুমি আকাশ হয়ে যাও

I am on guard
আমি থাকি পাহারায়

You sleep and see each other
তুমি ঘুম হয়ে দু’চোখে দেখা

Dream in the night star
স্বপ্ন রাতের তারায়
I live in your galaxy
আমি থাকি তোমারই ছায়াপথে

From far too close
থেকে বহুদূর খুব কাছেই

When thoughts seek love
চিন্তারা ভালোবেসে খোঁজে সুর যখন

I got you then
পেয়ে যাই তখন তোমাকেই
Listen today, right now
শোনো আজ এখনই এ ক্ষণে

What is in the mind to say
যা রয়েছে বলার এ মনে
you become the sky
তুমি আকাশ হয়ে যাও

I am on guard
আমি থাকি পাহারায়

You sleep and see each other
তুমি ঘুম হয়ে দু’চোখে দেখা

Dream in the night star
স্বপ্ন রাতের তারায়
you become the sky
তুমি আকাশ হয়ে যাও

I am on guard
আমি থাকি পাহারায়

You sleep and see each other
তুমি ঘুম হয়ে দু’চোখে দেখা

Dream in the night star
স্বপ্ন রাতের তারায়

 

 

Check Also

Ki Ache Jibone Amar

কী আছে জীবনে আমার Lyrics | Ki Achhe Jibone Aamar Lyrics

কী আছে জীবনে আমার Lyrics Ki Achhe Jibone Aamar Lyrics কী আছে জীবনে আমারKi Achhe …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *