Age Ki Sundor Lyrics
আগে কি সুন্দর
Age Ki Sundor Lyrics
ও গ্রামের নওজোয়ান, হিন্দু-মুসলমান,
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম।
হায় রে, মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম |
বর্ষা যখন হইত,গাজির গান আইত,
রঙ্গে -ঢঙ্গে গাইত,আনন্দ পাইতাম।
বাউলা গান, জারি গান,আনন্দের তুফান,
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম।
হিন্দুর বাড়িনত, যাত্রা গান হইত,
নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম।
কে হবে মেম্বার, কে বা মিনিস্টার,
আমরা কি এসবের নাম জানিতাম,
হায়রে, আমরা কি তার খবরও লইতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা
আগে কি সুন্দর দিন কাটাইতাম |
ঝগড়া-ঝাঁটি হইলে,পঞ্চায়েতের বলে,
গরীব-কাঙালে বিচার চাইতাম।
মানুষ ছিল সরল, ছিল ধর্মবল,
এখন সবে ছাগল বড়োলোক হইতাম।
করি যে ভাবনা, সেই দিন আর পাব না,
ছিল বাসনা, সুখী হইতাম|
দিন হ’তে দিন, আসে যে কঠিন,
করিম দীনহীন, কই লুকাইতাম।