অজান খবর না জানিলে কীসের ফকিরি
Ojan Khobor Na Janile Kiser Fikiri
Lalon Song
ফকির লালন সাঁই
অজান খবর না জানিলে কীসের ফকিরি ।
যে নূরে নূরনবি আমার তাহে আরশে বারি ।।
বলব কি সেই নূরের ধারা
নূরেতে নূর আছে ঘেরা
ধরতে গেলে না যায় ধরা
যৈছেরে বিজরি ।।
মূলাধারের মূল সেহি নূর
নূরের ভেদ অকূল সমুদ্দুর
যার হয়েছে প্রেমের অঙ্কুর
ঐ নূর ঝলক দিচ্ছে তারি ।।
সিরাজ সাঁই বলে রে লালন
কর গে আপন দেহের বলন
নূরে নীরে করে মিলন
থেক রে নেহারি ।।