Chirodin Kaharo Soman Nahi Jay Lyrics
চিরদিন কাহারও সমান নাহি যায়
Kazi Najrul Islam
Chirodin Kaharo Soman Nahi Jay Lyrics
চিরদিন কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ
আজিকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়
সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি
আগুনেও পুড়িল না
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়
সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
পুত্র তার হলো হত যদুপতি যার সহায়
সমান নাহি যায়
মহারাজা হরিশচন্দ্র
মহারাজা হরিশচন্দ্র, রাজ্য দান করে শেষ
শ্মশান-রক্ষী হয়ে লভিল চণ্ডাল-বেশ
বিষ্ণু-বুকে চরণ-চিহ্ন
বিষ্ণু-বুকে চরণ-চিহ্ন, ললাট-লেখা কে খণ্ডায়
সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ
আজিকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়
সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
চিরদিন কাহারও সমান নাহি যায়
আজিকে যে রাজাধিরাজ কা’ল সে ভিক্ষা চায়।।
অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারও হলো বনবাস রাবণ করে দুর্গতি।
আগুনেও পুড়িল না ললাটের লেখা হায়।।
স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান
দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান
পুত্র তার হলো হত যদুপতি যার সহায়।।
মহারাজ হরিশচন্দ্র, রাজ্য দান ক’রে শেষ
শ্মশান-রক্ষী হয়ে লভিল চণ্ডাল-বেশ
বিষ্ণু-বুকে চরণ-চিহ্ন, ললাট-লেখা কে খণ্ডায়।।