শিরোনাম: ঘুম
Ghum
Moner Bone Brishti Bhishon Brishti Mane Jhum
Habib Wahid
শিল্পী: হাবিব ওয়াহিদ
সরকার: হাবিব ওয়াহিদ
গীতিকার: সুহৃদ সুফিয়ান
মনের বনে বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে ঝুম
আয়রে আমার চোঁখের কোনে তুই হয়ে যা ঘুম,
দিন গড়িয়ে সন্ধ্যে ছুয়ে রাত হলো নিঝুম
আয়রে আমার চোঁখের কোনে তুই হয়ে যা ঘুম।।
ঢেউ ভোলা ঐ নদীর বুকেও জল করে থই থই
আমার বুকে আষাঢ় শ্রাবণ তুই হারালি কই,
ইচ্ছে করে ভাবতে থাকি আকাশ আর কুসুম
আয়রে আমার চোঁখের কোনে তুই হয়ে যা ঘুম।।
আজকে রাতে উষ্ণ হাতে তুই আমাকে ছুলে
আরো কিছু ভালো লাগা জুটবে কদম ফুলে,
ইচ্ছে করে ভাবতে থাকি আকাশ আর কুসুম
আয়রে আমার চোঁখের কোনে তুই হয়ে যা ঘুম।
মনের বনে বৃষ্টি ভীষণ বৃষ্টি মানে ঝুম
আয়রে আমার চোঁখের কোমে তুই হয়ে যা ঘুম,
দিন গড়িয়ে সন্ধ্যে ছুয়ে রাত হলো নিঝুম
আয়রে আমার চোঁখের কোনে তুই হয়ে যা ঘুম।।