রাজা | মুকুট পরে বসে আছ সিংহাসনে | Raja | Mukut Pore Bose Acho Singhasone | শ্রীকান্ত আর্চায

শিরোনামঃ রাজা
মুকুট পরে বসে আছ সিংহাসনে
Raja
Mukut Pore Bose Acho Singhasone
শিল্পীঃ শ্রীকান্ত আর্চায
রাজা…..মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষন মানে,
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে।।
চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার,,
তোমার বিচার করছে কি কেউ অন্যখানে,
রাজা…. মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষন মানে,
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে।।

পোষাকে আর জাকজমকে নিজেকে আড়াল করে
পেতে চাও সান্তনা কি ঘরের মাঝে ঘর গড়ে,,
যুদ্ধ জিতে আনছো ভূমি পদতলে
আবার কখন পরাজয়ের তিলক ভালে,
এক তিল যে শান্তি তোমার নেই তো প্রাণে।
রাজাা….মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষন মানে,
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *