Singer – ADNAN ASHIF
Lyrics Tune Voice – ADNAN ASHIF
Music – AMZAD HOSSAIN
“A musical fairy tale by THE TEAM ADNAN”
এই রাস্তাগুলো লাগে বড় অচেনা
আকাশটার সাথে নেই জানাশুনা
আমি তোর প্রেমেতে অন্ধ
ছিল চোখ কান সব বন্ধ
থেমে গেছে জীবনের সব লেনাদেনা
সেই পুড়ানো রাস্তাটায়
আজ একা একা হেটে যাই
হচ্ছেনা হিসাবের bonibona
এখন এমনি করে ভালো
কেমনি করে বাসি
অন্য কোন পাখিকে
তারচেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেতি ……………………….
আমাকে
এই দুপুর রোদের ভিড়ে
একটু খিদে পেলে
তোর নাম্বার টায়
ফোন তো আর
ঢোকে না . . . .
তুইতো জানিস ঠিক……
তুই ছাড়া আমার
মুখে অমৃতটাও
একা রোচেনা . .
মাঝরাতে তোর
এস এম এস এর টোন
আমার গভীর ঘুমটাকে আর ভাঙ্গায় না……
ব্যস্ত নগরে . .
আমার বুকের গভীরে
তোর মাথা রাখা মন টাকে
রাঙ্গায় না . . . .
এখন এমনি শত যন্ত্রণা
কেমনি করে বলি
অন্যকোন সাথিকে
তারচেয়ে ভালো ছিল
তুই নিজ হাতে খুন করে যেতি ………
আমাকে
কতোনা ভালো হত
তুই আসতি যদি ফিরে
স্বপ্ন দিয়ে মোরা এই
ভালোবাসার নীড়ে……
আজীবন হয়ে রইতাম
আমি তোর কৃতদাস
ইহকালটাই করে দিতাম তোর জান্নাতে বসবাস
এখন এমনি করে “পূজো” . .
কেমনি করে দেবো . . !
অন্য কোন “দেবী” কে
তারচেয়ে ভালো ছিল তুই নিজ হাতে খুন করে যেতি……………………….
আমাকে