মন্দিরে দেবতা নাই | Mondire Debota Nai Lyrics

মন্দিরে দেবতা নাই

Mondire Debota Nai Lyrics

মলয়া গীতি
কথা-মহর্ষি মনমোহন দত্ত

মন্দিরে দেবতা নাই

মন্দিরে দেবতা নাই,
অন্তরে খোঁজো তারে রে
মন্দিরে দেবতা নাই
প্রানেরি বারতা মনেরি দুয়ারে
ফিরে আসে বারে বারে ও ও।।
অন্তরে খোঁজো তারে রে
মন্দিরে দেবতা নাই,
অন্তরে খোঁজো তারে রে।

পাষাণে ফোঁটালে ফুল,
পাবে না ভগবান,
মানুষের প্রেমে যাও মজিয়ে।।
পারো যদি তারে ধরিয়া রাখিও।।
হৃদয়ও বিনা তারে এ এ।।
অন্তরে খোঁজো তারে রে
মন্দিরে দেবতা নাই।

মূর্খ মানুষে ভুলেরও নিশানায়
খোঁজে মন্দিরে মসজিদে ও ও।।
প্রাণেরও ঠাকুর দেখিতে না পারে।।
বৃথায় খোঁজে জনম ভরে এ এ।।
অন্তরে খোঁজো তারে রে
মন্দিরে দেবতা নাই,
অন্তরে খোঁজো তারে রে।

প্রভুর পূজা দিতে,
মনেরি ফুলদানীতে,
প্রেমের পূজা রাখো সাজিয়ে।।
নিজ হাতে প্রভু করিবে গ্রহণ।।
যদি থাকো তারি ধ্যানে ও মানুষ
যদি থাকে তারি ধ্যানে এ এ
অন্তরে খোঁজো তারে রে
মন্দিরে দেবতা নাই,
অন্তরে খোঁজো তারে রে।

প্রানেরি বারতা মনেরি দুয়ারে।।
ফিরে এসো বারে বারে এ এ।।
অন্তরে খোঁজো তারে রে
মন্দিরে দেবতা নাই,
অন্তরে খোঁজো তারে রে।।
মন্দিরে দেবতা নাই।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *