বেদ বিধির পর শাস্ত্র কানা–
bed bidhir por sashtro kana
এসব দেখি কানার হাট বাজার
Esob Dekhi Kanar Hat Bajar
শিল্পী/Singer: RINKU সুরকার/Composer: Lalon গীতিকার/Lyricist: Lalon
বেদ বিধির পর শাস্ত্র কানা
আরেক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার।
এক কানা কয় আরেক কানা রে
চলো এবার ভবপারে,
নিজে কানা পথ চেনেনা
পরকে ডাকে বারে বার।
পণ্ডিত কানা, অহংকারে,
সাধু কানা অন বিচারে,
আন্দাজে এক খুঁটি গেড়ে,
জানে না সীমানা কার।
কানায় কানায় উলামেলা
বোবাতে খায় রসগোল্লা গো,
লালন বলে, মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।