সামনে আকাশ ঝাপসা আকাশ
Samne Akash Jhapsha Akash
ছায়াছবি: মালাবদল
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: আবীর মুখার্জী
শিল্পী: জেনিভা রায় ও কুমার শানু
[সামনে আকাশ ঝাপসা আকাশ,
বোঝেনা আমার মন]-২
এনে সোনা রোদ,কেন তোলে ঝড়
এ খেলার কি কারন ?
সামনে আকাশ ঝাপসা আকাশ
বোঝেনা আমার মন
এনে সোনা রোদ,কেন তোলে ঝড়
এ খেলার কি কারন ?
লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা
[ফাগুন হয়ে ভুল,
পাঁপড়ি মেলা ফুল]-২
আর কতদিন গুনবে
[ফুরালে মধুর লগন]-২
[ফাগুন হয়ে ভুল,
পাঁপড়ি মেলা ফুল]-২
আর কতদিন গুনবে
[ফুরালে মধুর লগন]-২
সামনে সাগর অথৈ সাগর
বয়ে যাক সারাক্ষণ
জানলো না কেউ
কোন চোরা ঢেউ
মুছে দিল কি স্বপন ?
[ঝিনুকে সাজানো ঘর,
হলো ধূধূ বালুচর]-২
চেয়ে চেয়ে মন দেখল
[নিয়তির সেই লিখন]-২
[ঝিনুকে সাজানো ঘর,
হলো ধূধূ বালুচর]-২
চেয়ে চেয়ে মন দেখল
[নিয়তির সেই লিখন]-২
[সামনে সাগর অথৈ সাগর
যেন আমার মন
কেন উথলে ঢেউ
কেন ভেঙে দেয়,
জানেনা তার কারন]-২