পারে কে যাবি নবির নৌকাতে আয়
Pare Ke Jabi Nobir Noukate Ay
ফকির লালন সাঁই
পারে কে যাবি নবির নৌকাতে আয়।
রূপ কাষ্ঠের এই নৌকা খানি নাই ডুবার ভয়।।
বে-স্মরা নেয়ে যারা
তুফানে যাবে মারা একি ধাক্কায়।
কি করবে তার বদর গাজী থাকবে কোথায়।।
নবি না মানে যারা
মোহায়েদ কাফের তারা এই দুনিয়ায়।
ভজনে তার নাই মজুরি সাফ লেখা রয়।।
যে মুর্শিদ সেইতো রাসুল
ইহাতে নাই কোন ভুল খোদাও সে হয়।
লালন কয়না এমন কথা কোরানে কয়।।