ও যার আপন খবর আপনার হয় না
O Jar Apon Khobor Apnonar Hoy Na
ফকির লালন সাঁই
ও যার আপন খবর আপনার হয় না।
একবার আপনারে চিনতে পারলে রে
যাবে অচেনারে চেনা।।
ও সাঁই নিকট থেকে দুরে দেখায়।
যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখ না।
আমি ঘুরে এলাম সারা জগৎ রে
তবু মনের গোলতো যায় না।।
ও সাঁই আত্মা রূপে কর্তা হরি
তা জানলে পরে পাবি তারি ঠিকানা।
ও তুই বেদ বেদান্ত পড়বি যতো রে
ততো বাড়বে মনের লখনা।।
ও সাঁই অমৃত সাগরের সুধা
সুধা খাইলে জীবের তৃঞ্চা ক্ষুধা রয় না।
ফকির লালন মরলো জল পিপাসায় রে
কাছে থাকতে নদী মেঘনা।।