ঐ গৌরের ভাব রাখিতে
Oi Gourer Bhab Rakhite
ফকির লালন শাহ্
ঐ গৌরের ভাব রাখিতে সামান্যেকি পারবি তোরা।
কুলশীল ইস্তফা দিয়ে হতে হবে জ্যান্তে মরা।।
থেকে থেকে গৌরার হৃদয়,
কতইনা ভাব হয়গো উদয়,
ভাব দিয়ে ভাব নিলে সদাই,
জানবি কেবন কঠিন ধারা।।
নারী পুরুষ ভাব থাকিতে,
পারবিনা সেই ভাব রাখিতে,
আপনার আপনি হয় ভুলিতে,
যে জন গৌর রূপ নিহারা।।
ঘরে ছিলি ভালই ছিলি,
কেন গৌর হাটায় মরতে এলি,
লালন বলে কি আর বলি,
হসনে যেন দু-কুল হারা।।