ওরে কারে কি বা বলি ওরে দিশে না মিলে
Ore Kare Ki Ba Boli Ore Dishe Na Mile
ফকির লালন শাহ্
ওরে কারে কি বা বলি ওরে দিশে না মিলে।
লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে।।
ছেদদন্ড জরায়ু ধরে
এক একেশ্বর সৃষ্টি করে
আগম নিগুম চরাচরে তাইতে ভিন্ন জাত বলে।।
জাত বলিতে কি হয় বিধান
হিন্দু, যবন, বৌদ্ধ, খৃষ্টান
তাইতে কি হয় জাতের প্রমাণ শাস্ত্র খুঁজিলে।।
কেমনে হয় জাতের বিচার
একেক দেশে একেক আচার
লালন বলে জাতের ব্যবহার গিয়াছি ভুলে।।