হায়রে বিধি ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিলো | Haire Bidhi Ore Bidhi, Tor Mone Ki Ihai Chilo | Key Lyrics

হায়রে বিধি ওরে বিধি, তোর মনে কি ইহাই ছিলো

Haire Bidhi Ore Bidhi, Tor Mone Ki Ihai Chilo

ফকির লালন শাহ্

হায়রে বিধি ওরে বিধি 

তোর মনে কি ইহাই ছিলো।

সমুদ্রের কিনারে থেকে 

জল বিনে চাতকি মলো।।

নব ঘন বিনে বারি

খায়না চাতক অন্য বারি

চাতকের প্রতিজ্ঞ ভারি 

যায় যাবে প্রাণ সেও ভালো।।

চাতক থাকে মেঘের আশে

মেঘ বরিষণ অন্য দেশে

বলো চাতক বাঁচে কিসে

ওষ্ঠাগত প্রাণ আকুলো।।

লালন ফকির বলেরে মন

হলোনা মোর ভজন সাধন

ভুলে সিরাজ সাঁইজির চরণ

মানব জনম বৃথাই গেলো।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *