মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা
Mayere Bhojile Hoy Tar Baper Thikana
নিগুম বিচারে সত্য গেলো যে জানা।
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।।
নিগুম খবর নাহি জেনে,
কে বা সে মায়েরে চেনে,
যাহার ভার দ্বীন দোনে,
দিলেন রব্বানা।।
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।।
পুরুষ পরওয়ারদিগার,
অঙ্গে আছে প্রকৃতি তার,
প্রকৃতি, প্রকৃতি সংসার,
সৃষ্টি সবজনা।।
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।।
ডিম্বুর মধ্যে কে বা ছিল,
বাহির হইয়া কারে দেখিল,
লালন কয় সে ভেদ যে পেল,
ঘুচলো দিনকানা।।
মায়েরে ভজিলে হয় তার বাপের ঠিকানা।।