দোটানাতে ভাবছি বসে ঐ ভাবনা
Dotanate Bhabchi Bose Oi Bhabona
কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না।
দোটানাতে ভাবছি বসে ঐ ভাবনা।।
কেউ বলে মক্কায় যেয়ে হজ্ব করিলে যাবে গুনা।
কেউ বলে মানুষ ভজে মানুষ হ’না।।
কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম বেহেস্তখানা।
কেউ বলে ঐ সুখের ঠাঁই কায়েম রয় না।।
কেউ বলে মুরশিদের ঠাঁই খুঁজিলে পাই আদি ঠিকানা।
লালন ভেড়ো তাই না বুঝে হয় দোটানা।।