মানুষ হওয়াই মানুষের সাধনা
Manush Houyai Manusher Sadhona
পদকর্তা – সাধন দাস বৈরাগ্য
মানুষ হওয়াই মানুষের সাধনা,
থাকলে হাত-পা-নাসা-চক্ষু-কর্ণ
মানুষ তারে বলে না।
আহার-নিদ্রা, ভয় আর মৈথুন
এটা দেহের স্বভাবের গুণ,
থেকে স্বগুণেতে হও না নির্গুণ
পূরবে মনের বাসনা।
পেয়েছ মন নরের আকার
যে আকারে প্রেমের সঞ্চার,
গেল না তোর মনের বিকার
মানুষ হওয়া হলো না।
আর, সহজের ওই পথটি ধ’রে
এগিয়ে চলো ধীরে-ধীরে,
সহজ মানুষ তারেই বলে
যার নাই কো কোনও বাসনা।
সবার উপরে মানুষ সত্য
এ কথাটি ধ্রুব সত্য,
যে জন বুঝেছে “মানুষ”-এর অর্থ
ভবের শ্ৰেষ্ঠ মানুষ সেই জনা।
আমার গোঁসাই মাতাই কইছে স্পষ্ট
ফকির সাধন রে তোর দূরাদৃষ্ট,
কেন মিছামিছি পাচ্ছিস কষ্ট
হরি-হরি হরিবোল ব’লে
স্বভাবটা তোর পাল্টে নে না।