স্বাধীনতার মানে | Swadhinatar Mane Kobita | ভবানীপ্রসাদ মজুমদার

স্বাধীনতার মানে | Swadhinatar Mane Kobita | ভবানীপ্রসাদ মজুমদার

স্বাধীনতার মানে
– ভবানীপ্রসাদ মজুমদার

যে ছেলেটা বস্তা-কাঁধে কাগজ কুড়ােয় পাড়ায় পাড়ায়

যে ছেলেটা রােজ বাজারে মুরগি কাটে, পালক ছাড়ায়,

যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা-গেলাস-বাটি

যে ছেলেটা সারাজীবন খায় লাথি-কিল-চড় ও চাঁটি!

ওদের কাছে প্রশ্ন কোরাে, ওরা কি কেউ সত্যি জানে

স্বাধীনতা’ কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে ?

যে মেয়েটা ভাের-না-হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে

যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে, বাসন মাজে,

যে মেয়েটা গােবর কুড়ােয়, ঘুঁটেও দেয়, কয়লা বাছে

যে মেয়েরা সারাজীবন পায়না আদর কারােই কাছে !

ওদের কাছে প্রশ্ন কোরাে, ওরা কি কেউ সত্যি জানে

স্বাধীনতা’ দেখতে কেমন ? স্বাধীনতার সঠিক মানে ?

যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতাে

যে ছেলেরা ট্রেনের হকার, খাচ্ছে রােজই লােকের গুঁতাে,

লজেন্স খাওয়ার বয়স যাদের, করছে তারাই লজেন্স ফেরি

যাদের বুকে সূর্য ওঠার, গােলাপ ফোটার অনেক দেরি !

ওদের কাছে প্রশ্ন কোরাে, ওরা কি কেউ সত্যি জানে

স্বাধীনতা’ জিনিসটা কি ? স্বাধীনতার সঠিক মানে?

স্বাধীনতার মানে বােঝে নীল-আকাশের বন্ধু পাখি

স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি,

স্বাধীনতার মানে বােঝে পাহাড়-সাগর-ঝরনা-নদী

স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি!

স্বাধীনতার সঠিক মানে ক’জন স্বজন সত্যি জানে

স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে!

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *