শ্রীশ্রী গুরুবন্দনা

শ্রীশ্রী গুরুবন্দনা :-
(৪)  “কুল-কুন্ডলিনী-ঘুম-ভঞ্জক হে,
হৃদি-গ্রন্থি-বিদারণ-কারক হে ।
মম মানস চঞ্চল রাত্রি দিনে,
গুরুদেব দয়া কর দীন জনে । “

অর্থ – আমাদের কুল-কুন্ডলিনীর ঘুম ভাঙিয়ে তুমিই আমাদের জাগিয়ে দাও (‘এ যুগ মহাজাগরণের যুগ’), চিত্তের মায়া-মোহের বন্ধন তুমিই ছিন্ন কর, দিন-রাত্রি সবসময় চঞ্চলতায় পূরণ আমার মনকে গুরুমুখী করতে হে গুরুদেব, হে নাথ, তুমি আমার মত দীন ব্যক্তিকে দয়া করো ।।

শ্রীশ্রী গুরুবন্দনা :-
(২) “হৃদি-কন্দর তামস ভাস্কর হে
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে ।
পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে,
গুরুদেব দয়া কর দীন জনে ।।”
অর্থ – হৃদয় গুহার ভিতরে যে অন্ধকার, সেখানে তুমিই সূর্যতুল্য, তুমিই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর, বেদে বলা হয়েছে তুমিই সর্বশ্রেষ্ঠ পরব্রহ্মস্বরূপ , হে প্রভু, হে গুরুদেব, আমার মতো দীনকে তুমি দয়া করো ।।

ভব সাগর তারণ কারণ হে
Bhab Sagar Taron Karon He
শ্রীগুরু বন্দনা (ভজন)
গৌড় সারঙ্গ-ঠুংরী
কথা: দেবেন্দ্রনাথ মজুমদার
শিল্পী: মহেশরঞ্জন সোম
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।।
শরণাগত কিঙ্কর ভীত মনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
হৃদি কন্দর-তামস-ভাস্কর হে,
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে,
পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে,
গুরুদেব দয়া কর দীনজনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
মন-বারণ-শাসন-অঙ্কুশ হে,
নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে,
গুণগান-পরায়ণ দেবগণে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
কুলকুণ্ডলিনী-ঘুম-ভঞ্জক হে,
হৃদিগ্রন্থি-বিদারণ-কারক হে,
মম মানস চঞ্চল রাত্র দিনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
রিপু-সূদন মঙ্গল-নায়ক হে,
সুখ শান্তি বরাভয় দায়ক হে,
ত্রয় তাপ হরে তব নাম গুনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
অভিমান-প্রভাব বিমর্দক হে,
গতিহীন জনে তুমি রক্ষক হে,
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
তব নাম সদা শুভ-সাধক হে,
পতিতাধম-মানব-পাবক হে,
মহিমা তব গোচর শুদ্ধমনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
জয় সদ্ গুরু ঈশ্বর-প্রাপক হে,
ভব-রোগ-বিকার-বিনাশক হে,
মন যেন রহে তব শ্রীচরণে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।
শরণাগত কিঙ্কর ভীত মনে,
গুরুদেব দয়া কর দীন জনে।
ভব-সাগর তারণ-কারণ হে,
রবি-নন্দন-বন্ধন-খণ্ডন হে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *