বধূবেশে কন্যা যখন এলোরে – লিরিক্স | Badhu Beshe Kanya Jakhon Elo Re – Lyrics

বধূ বেশে কন্যা যখন এলোরে
Badhu Beshe Kanya Jakhon Elo Re
ছায়াছবি: হৃদয়ের বন্ধন
কথা: কবীর বকুল
সংগীত: শওকত আলী ইমন
শিল্পী: রথীন্দ্র নাথ রায়, মমতাজ




খোদার আরশ হতে এলো পয়গাম
দিতে হবে জোড়া বেধে আজ দু’টি নাম
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
বধূ বেশে কন্যা যখন এলো রে,
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।।
সম্পর্ক বদলে গেলো একটি পলকে!
কে আপন কে যে পর হলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
ও ও ও বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।
বন্ধু স্বজন সাক্ষী রয়
একটি কবুল বলতে হয়
হায় আল্লাহ মিলায় যেন দু’টি মন
হায় আল্লাহ মিলায় যেন দু’টি মন
স্বপ্ন দেখে কনে বর
একটি সংসার একটি ঘর
হয়ে যায়রে দু’টি হৃদয়ের বন্ধন
হয়ে যায়রে দু’টি হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে।
ছোট্ট তোমার মামনি
বধূ সেজে এখনি
আজ দেখ পরের ঘরে চলে যায়
আজ দেখ পরের ঘরে চলে যায়
ভুলবে তাকে কি করে
অশ্রুতে চোখ যায় ভরে
নিয়তির খেলা বোঝা বড় দায়
নিয়তির খেলা বোঝা বড় দায়
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে।
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধূ বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন
আ আ আ আ আ আ আ
…………………………………………………………………………
Translation:
When the daughter arrived at on the stage with a bride get-up,
it feels like a flood of joy spread over the environment.
The relation changed at a sudden sight,who became near one and who became far one?
Friends and relatives bear witness for the marriage agreement,
they both two( bride and groom ) are to say an agree,Ya Allah! May Almighty Allah make the two hearts a connection !
Bride and groom dream a house and a family that turns into a sweet bond of two hearts.
A bond of heart,A bond of heart!
The relation changed at a sudden sight,who became near one and who became far one?
When the daughter arrived at on the stage with a bride get-up,
it feels like a flood of joy spread over the environment.
A little daughter of you (father), she’s already with a bride get-up, see! She’s going to the groom’s house today.
How will you forget her when eyes get tears in it? Allah’s will is law.
A bond of heart,A bond of heart!
The relation changed at a sudden sight,who became near one and who became far one?
When the daughter arrived at on the stage with a bride get-up,it feels like a flood of joy spread over the environment.
A bond of heart,A bond of heart!

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *