থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
Thakile Dobakhana Hobe Kochuripana
কথা: কবিয়াল গুরুদাস পাল
সুর: কবিয়াল গুরুদাস পাল
শিল্পী : অমিত গুহ/স্বপন বসু
Thakile Dobakhana Hobe Kochuripana
[থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না!
ও মরি,স্বভাব তো কখনো যাবে না!]-২
[(আরে) জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়,
আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়]-২
[(আর) ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়]-২
তাকে না রাখিলে বস্তু কাটে উইপোকায়
[পাতিকাক পুষে ঘরে,যতই পড়াও না তারে]-২
[সে শুধুই কা কা করে]-২
‘কেষ্ট’ ‘কেষ্ট’ বলে না
স্বভাব তো কখনো যাবে না!
[ও মরি,স্বভাব তো কখনও যাবে না!]-২
[(আরে) সাপের স্বভাব যেমন
মারে বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল]-২
[(আর) বিড়ালেরই স্বভাব যেমন
হাঁড়ির পানে চায়]-২
কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।
[বুনো ওল খেলে পরে গলাটা কুট কুট করে]-২
[ও যেমন সিঁধেল চোরে ধরা পড়ে]-২
কবুল করে না
স্বভাব তো কখনো যাবে না!
[ও মরি,স্বভাব তো কখনো যাবে না!]-২
[আরে জমিদারের স্বভাব করে চাষীর সর্বনাশ
আর খাতা ব্যবসায়ীদের স্বভাব খোঁজে চৈত্র মাস]-২
[আর ধনীর স্বভাব গরীব মারার কলকাঠি বানায়]-২
ওরা বিভেদ-বিদ্বেষ-আগুন লয়ে
খেলছে এই বাংলায়।
[সেদিন ওই বাঘমারীতে হিন্দু আর পাঞ্জাবীতে]-২
[ছিল লাগ লাগ লাগ লাগিয়ে দিতে]-২
চিত্তেতে বাসনা
স্বভাব তো কখনো যাবে না!
ও মরি,স্বভাব তো কখনও যাবে না!
[থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা]-২
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না!
[ও মরি,স্বভাব তো কখনও যাবে না!]-৫
থাকিলে ডোবাখানা
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা
বাঘে-হরিণে খানা একসাথে খাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না।
জলের স্বভাব যেমনধারা নিম্নদিকে ধায়
আর, আগুনেরই স্বভাব যেমন সব কিছু পোড়ায়,
ছারপোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায়
থাকে না ধরিলে বস্তু কাটে উইপোকায়,
পাতিকাক পুষে ঘরে, যতই পড়াও না তারে
সে শুধুই কা-কা করে, কৃষ্ণ বলে না।
আরে, সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল
আর ছেলেছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল,
বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
কখন শিকে পড়বে ছিঁড়ে তারই লালসায়,
বুনো অল খেলে পরে গলা কুটকুট করে
যেমন সিঁধেল চোরে ধরা পড়ে কবুল করে না।
থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা