তুমি শতদল হয়ে ফুটলে সরোবরে
Tumi Shatodal Hoye Phutle Sarobore
ছায়াছবি: ফুলেশ্বরী (১৯৭৪)
গীতিকার: মুকুল দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
[তুমি শতদল হয়ে ফুটলে সরোবরে
আমি ভ্রমর হইতে পারলাম না]-২
[তুমি সুখ দিলে দিয়া দরশন]-২
[আমি সুখ সইতে পারলাম না]-২
[তোমায় প্রাণে ধরিতে গো করি হে বাসনা
অভিলাষ আর কুসুম দিয়া করি আরাধনা]-২
[তুমি আমার ভাবনা কামনা সবই]-২
তবু তোমায় পাইতে পারলাম না
তুমি আমার ভাবনা কামনা সবই
তবু তোমায় পাইতে পারলাম না।
তুমি শতদল হয়ে ফুটলে সরোবরে
আমি ভ্রমর হইতে পারলাম না।
তুমি আসলে আমার আঙিনাতে
আমার হৃদয় হলো কুঞ্জবন
[(আমার) মনোবাঁশি বাজবে আপন মনে]-২
শুনবে বসে আমার আপনজন।
[ইচ্ছানদীর বুকে ভাসি আমার ভাঙা নাও
তল মিলেনা কূল মিলেনা মিলেনা হৃদয়]-২
[ভরাডুবির আশায় এখন কাঁদে]-২
আমার মন ফিরতে চাইল না
[ভরাডুবির আশায় এখন কাঁদে
আমার মন ফিরতে চাইল না]-২
তুমি শতদল হয়ে ফুটলে সরোবরে
[আমি ভ্রমর হইতে পারলাম না]-২