ছমছম নূপুর বাজে
Cham Cham Nupur Baje
ছায়াছবি: বিয়ের ফুল(১৯৯৬)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত: যতীন-ললিত
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি
ও বিজয়েতা পণ্ডিত
[ছমছম নুপুর বাজে নূপুর বাজে রে]-২
তোমার মত মনের মানুষ কার বা আছে রে
[কনকন কাঁকন বাজে কাঁকন বাজে রে]-২
তোর মানুষও একটি হবে হাজার হাজারে
ছমছম নুপুর বাজে নূপুর বাজে রে।
রাজকন্যা চিরদিনই চায় যুবরাজের মালা
সেই রাজার কুমার এলো জুড়াতে মনের জ্বালা
তোর মনেতেও সময় হলে লাগবে যে এই দোলা
[ও নারী চায় যে পুরুষকে পুরুষ চায় যে নারীকে]-২
কনকন কাঁকন বাজে কাঁকন বাজে রে
তোর মানুষও একটি হবে হাজার হাজারে
ছমছম নুপুর বাজে নূপুর বাজে রে।
আমরা এমন জামাই পাবো তুলনা যার থাকবে না
ও রূপে-গুণে যে কোনোদিন কারো কাছে হারবে না
এ-বাড়ির সে গর্ব হবে সে হবে খাঁটি সোনা
[আছে স্বপ্ন চোখে যা সবই সত্যি হবে তা(ও)]-২
[ছমছম নুপুর বাজে নূপুর বাজে রে]-২
তোমার মত মনের মানুষ কার বা আছে রে
[কনকন কাঁকন বাজে কাঁকন বাজে রে]-২
তোর মানুষও একটি হবে হাজার হাজারে
ছমছম নুপুর বাজে নূপুর বাজে রে।