কেমন দেবতা বলো তুমি
Kemon Debota Bolo Tumi
কথা-প্রশান্ত সাহা
সুর-বাণীকন্ঠ সাহা
সঙ্গীতয়োজন-রামকৃষ্ণ পাল
শিল্পী-সাধনা সরগম
[যদি ভক্তির বাঁধনে নাই বাঁধা পড়
কেমন দেবতা বলো তুমি?
কেমন দেবতা বলো তুমি?]-২
[(যদি) অসাধ্য সাধনের শক্তি না ধর]-২
কেমন বিধাতা বলো তুমি?
যদি ভক্তির বাঁধনে নাই বাঁধা পড়
কেমন দেবতা বলো তুমি?
কেমন দেবতা বলো তুমি?
[অনাচার যদি আসে সংসারে
মহিমায় তুমি দূর কর তারে]-২
সৃষ্টি তোমার যদি রক্ষা না কর
কেমন স্রষ্টা বলো তুমি
যদি ভক্তির বাঁধনে নাই বাঁধা পড়
কেমন দেবতা বলো তুমি?
কেমন দেবতা বলো তুমি?
[পুণ্যির আলো জ্বালো কত ভাবে
কারো হয় সাজা কেউ ক্ষমা পাবে]-২
ভক্ত হৃদয় যদি শান্তি না ভরো
কেমন শিল্পী বলো তুমি?
যদি ভক্তির বাঁধনে নাই বাঁধা পড়
কেমন দেবতা বলো তুমি?
কেমন দেবতা বলো তুমি?
[(যদি) অসাধ্য সাধনের শক্তি না ধর]-২
কেমন বিধাতা বলো তুমি?
যদি ভক্তির বাঁধনে নাই বাঁধা পড়
[কেমন দেবতা বলো তুমি?
কেমন দেবতা বলো তুমি?]-২