কী দিয়ে পূজিব ভগবান
Ki Diye Pujibo Vagoban
নজরুল গীতি
জৌনপুরি মিশ্র-আদ্ধা কাওয়ালী
কণ্ঠ: মহেশ রঞ্জন সোম
কী দিয়ে পূজিব ভগবান
তোমারে আমি
আমার বলিতে
কিছু নাই যে হরি
সকলি তোমারি দান।
মন্দিরে তুমি,মূর্ত্তিতে তুমি
পূজার ফুলে তুমি,স্তব-গীতে তুমি।।
ভগবান দিয়ে ভগবানের পূজা
তুমি যদি ভাব অপমান।
কেমন তব রূপ দেখিনাই হরি
আপন মন দিয়ে তোমারে গড়ি।।
কোটি রবি শশী আরতি করে যার
মাটির প্রদীপ জ্বালি
আমি দেউলে তার।।
বন-ডালায় পূজা-কুসুম-সম্ভার
যোগী মুনি করে যুগ ধ্যান।