ও যার অন্তরে বাহিরে কোন তফাত নাই
O Jaar Ontore Bahire Kono Tafat Nai
ছায়াছবি: অন্ধ বধূ (১৯৮৩)
কথা: আব্দুল হাই আল-হাদী
সুর: আলাউদ্দিন আলী
শিল্পী: মিতালী মুখার্জী
(কে বলে আছে মনমহাজন
চোখে দেখতে পায়না
সে অরূপরে দেখব বলে
মন করেছি আয়না)
ও যার অন্তরে বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই
[(আমি)তারেই শুধু চাই বলো কেমন কইরা পাই]-২
ও যার অন্তরে বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই।
[একবার তুমি ভাবো রে মন]-২
নিরালে বসিয়া
[আপন ছাড়া পরের লাইগা]-২
কী করলা আসিয়া
[সাধের জীবন গেল বইয়া
মানুষ নামে জনম লইয়া]-২
কান্দি আমি তাই
আমার কোন গতি নাই
তারে শুধু চাই বলো কেমন কইরা পাই
ও যার অন্তরে বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই।
[যেই ধন পাইলে ধন্য জীবন]-২
হবে রে মন তোর
[থাকতে সময় করলি নারে]-২
তাহারই খবর
[সামনে আছে নিঠুর মরণ
সেই কথাটি হয়না স্মরণ]-২
বইসা ভাবি তাই
আমার সঙ্গী সাথি নাই
তারে শুধু চাই বলো কেমন কইরা পাই
ও যার অন্তরে বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই
[(আমি)তারেই শুধু চাই বলো কেমন কইরা পাই]-২
ও যার অন্তরে বাহিরে কোনই তফাত নাই
ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই।