ওরা নিজের মাকে মা বলেনা
Ora Nijer Maake Maa Bole Na
এ্যালবাম: ওরে দয়াল
কথা: নিত্যদাস বাউল
সুর: সত্য রঞ্জন মন্ডল
শিল্পী: সত্য রঞ্জন মন্ডল
ওরে ও ও ও
[ওরা নিজের মাকে মা বলেনা]-২
ওরে শাশুড়ি হয় আম্মাজান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
[ওরা নিজের মাকে মা বলেনা]-২
শাশুড়ি হয় আম্মাজান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
বোনের পেটে ভাত জোটেনা
আজব কথা ভাই
শালী নিয়ে মিডনাইটে সিনেমাতে যায়
[ওরে শালী হলো গলার মালা]-২
শালার বউ হয় জানের জান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
নিজের ভাইকে কেউ চিনেনা
শালা আপন ভাই
আর বাবা-মাকে দেয়না খেতে
থাকে ঘর জামাই
ওরা থাকে ঘর জামাই।
ওরা বউয়ের কথায় উঠে বসে
ওরে ও ও ও ও
ওরা বউয়ের কথায় উঠে বসে
বউ যে পরাণের পরাণ
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
দুঃখের কথা বলবো কি আর ভাই !
কলির যুগে দাদাদের মিনতি জানাই।
বউয়ের কথায় নাচলে পরে
ওরে বউয়ের কথায় নাচলে পরে
হয়ে যাবি হারাধন।
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-২
[ওরা নিজের মাকে মা বলেনা]-২
শাশুড়ি হয় আম্মাজান
[বাবা হলো তালই মশাই
শ্বশুর মশাই বাপজান]-৪