আমি মন্ত্র তন্ত্র
কিছুই জানি নে মা
শুধু যা জেনেছি
সেটুক হলো এই
তোরে ডাকার মত
ডাকতে যদি পারি।।
তবে আসবি নে তোর
এমন সাধ্য নেই
আমি মন্ত্র তন্ত্র
কিছুই জানি নে মা।
যদি তোর ও
মন্দিরের দ্বারে
তোমার লাগি কাঁদি
অঝোর ধারে
যদি নয়ন হতে
লুপ্ত ভুবন হয়
সেই সে অশ্রুতেই;
তবু আমার কাছেই
আসবি নে তোর
এমন সাধ্য নেই;
ওমা তোর
এমন সাধ্য নেই।
আমি মন্ত্র তন্ত্র
কিছুই জানি নে মা।
জানি আমার
অনেক আছে দোষ,
তবু মাগো
তোমায় ভালোবাসি,
আমি নয়ন মুদেও
দেখতে সদাই পাই,
তোমারি ঐ ভুবন
মোহন হাসি।।
আমি যা করি মা
সবই তোমার কাজ
আমার আমার বলতে
লাগে লাজ।
যদি সকল ছেড়ে
ঠাঁই চেয়েছি
চরণ তলাতে;
তবে চিরজীবন
রইবে দূরে
এমন সাধ্য নেই;
ওমা তোর
এমন সাধ্য নেই।
আমি মন্ত্র তন্ত্র
কিছুই জানি নে মা
শুধু যা জেনেছি
সেটুক হলো এই
তোরে ডাকার মত
ডাকতে যদি পারি।।
তবে আসবি নে তোর
এমন সাধ্য নেই
আমি মন্ত্র তন্ত্র
কিছুই জানিনে মা।
কন্ঠ-পান্নালাল ভট্টাচার্য্য/
অনুরাধা পাড়ুয়াল