আমার আরাধনা গীতা, উপাসনা গীতা | Amar Aradhana Gita, Upasana Gita

আমার আরাধনা গীতা, উপাসনা গীতা

Amar Aradhana Gita, Upasana Gita

আমার আরাধনা গীতা

উপাসনা গীতা

গীতাই সর্বস্বার

আমার গীতাই সাধন

গীতাই ভজন

আমার গীতাই তরাবে

ভব সিন্ধুপার

গীতাই সর্বস্বার

আমার আরাধনা গীতা

উপাসনা গীতা

গীতাই সর্বস্বার।

ভক্তিভাবে যেথায় গীতা পাঠ হয়

শ্রী রাধা গোবিন্দ সেই স্থানে রয়

ও তার শত বংশ উজ্জ্বল হয়

ও দিনে দিনে সুখে শান্তিতে

দিন কাটে অনির্বার

গীতাই সর্বস্বার

আমার আরাধনা গীতা

উপাসনা গীতা

গীতাই সর্বস্বার।

জ্ঞানে বা অজ্ঞানে গীতা পাঠ করে

সর্ব পাপ হরে গীতা পাঠ বলে

ও তার শত বংশ উদ্ধার হয়ও

দিনে দিনে সুখে শান্তিতে

দিন কাটে অনির্বার

গীতাই সর্বস্বার

আমার আরাধনা গীতা

উপাসনা গীতা

গীতাই সর্বস্বার।

পাষন্ড যাহারা গীতা নিন্দা করে

নরকে পরিয়া পঁচে পঁচে মরে।

অবশ্যই জন্ম হয়ও বারে বারে

দুঃখে কষ্টে দিন কাটে অনির্বার

গীতাই সর্বস্বার

আমার গীতাই সাধন

গীতাই ভজন

আমার গীতাই তরাবে

ভব সিন্ধুপার

গীতাই সর্বস্বার।

–সুধন্য মন্ডল

সম্পূর্ণ গান

[জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা

গীতাই সর্বস্বার]-২

জীবের গীতাই সাধন,গীতাই ভজন

গীতাই সাধন,গীতাই ভজন

গীতাই করবে এই ভবপার

গীতাই সর্বস্বার।

জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা,গীতাই সর্বস্বার।

ভক্তিভাবে যেথা গীতা পাঠ হয়

শ্রী রাধাগোবিন্দসহ দেবতাগণ রয়

ভক্তিভাবে যেথা গীতা পাঠ হয়

রাধাগোবিন্দসহ দেবতাগণ রয়।

যাহার বিশ্বাস হয় তাহার পাপ ক্ষয়

আমার বিশ্বাস হয় কি না হয় !

যাহার বিশ্বাস হয় তাহার পাপ ক্ষয়

অবিশ্বাসীর জনম হয় বারেবার 

গীতাই সর্বস্বার

ও জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা,গীতাই সর্বস্বার।

[যে বা পড়ে শুনে যাহার ভবনে,

বৃন্দাবন ধাম হয় গীতা নাম শ্রবণে]-২

তাদের কুল বংশ উজ্জ্বল হয় দিনে দিনে

বোঝতে পারে যদি মনেপ্রাণে

কুল বংশ উজ্জ্বল হয় দিনে দিনে

বাসগৃহ ধন্য হয় যে তাহার

গীতাই সর্বস্বার

ও জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা,গীতাই সর্বস্বার।

[ব্যভিচারী যারা গীতা নিন্দা করে,

চৌরাসী নরকে পঁচে পঁচে মরে]-২

তাদের পশুকুলে জনম হয় বারেবারে

আসতে হয় তাকে ঘুরেফিরে

পশুকুলে জনম হয় বারেবারে

সুখ শান্তি হয়না আজীবন তার

গীতাই সর্বস্বার

ও জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা,গীতাই সর্বস্বার।

[জ্ঞানে কি অজ্ঞানে যত পাপ হয়

একবার গীতা নাম শ্রুবণে তত পাপ ক্ষয়]-২

আবার কৃষ্ণদাসে কয় গীতা ভজ ভাই

কৃষ্ণদাসে কয় গীতা ভজ ভাই

গীতা ছাড়া আর উপায় নাই

কৃষ্ণদাসে কয় গীতা ভজ ভাই

গীতাই করবে এই ভবপার

গীতাই সর্বস্বার

ও জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা

গীতাই সর্বস্বার।

জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা

গীতাই সর্বস্বার।

ও জীবের গীতাই সাধন,গীতাই ভজন

গীতাই সাধন,গীতাই ভজন

গীতাই করবে এই ভবপার

গীতাই সর্বস্বার।

[ও জীবের আরাধনা গীতা

উপাসনা গীতা,গীতাই সর্বস্বার]-২

(কথা-কৃষ্ণদাস

শিল্পী-ভৈরব মোহন্ত)

Share on

1 thought on “আমার আরাধনা গীতা, উপাসনা গীতা | Amar Aradhana Gita, Upasana Gita

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *