হে দীনবন্ধু! মম হৃদয়ে এসে হও আবির্ভাব
He Dinobondhu! Momo Ridoye Ese Hou Abirbhab
Key Lyrics
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
হে দীনবন্ধু! মম হৃদয়ে এসে হও আবির্ভাব
হে দীনবন্ধু! মম হৃদয়ে এসে হও আবির্ভাব।
আমার এ অপবিত্র দেহ তোমারি পরশে
জাগিবে পূণ্যময় প্রেমেরই প্রভাব।।
আমি নিকৃষ্ট তুমি হে শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট জানি হও
করি আহবান করে অধিষ্ঠান
তব আয়ত্ত্বি আছি বুঝে লও
তুমি ধন্যবাদ ক্ষমা করো অপরাধ
জাগিবে নতুন হয়ে আমারি স্বভাব।।
সুহৃদ আছতো কেন পরাশ্রিত, আমারে হইতে দিবা
অকুলেতে প্রাণ যদি হয় অবসান
অখ্যাতি তোমারি থাকিবে নতুবা।
ভুলিতে কি পারি যদি আমি পান করি
তোমারি হাতে দেওয়া এষ্কেরি শারাব।।
জানি প্রত্যাসন্ন বাসিওনা ভিন্ন, বুঝিলে নগণ্য কোথায় যাই
তোমারি দাস জেনে যদি রাখো মনে
কোনখানে আর কোন ভয় নাই।
যদি আমীর উদ্দিন থাকে তোমার অধীন
মুছে যাবে চাওয়া পাওয়ার সকল অভাব।।